সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় মোহাম্মদ আলতাফ হোসেন নামে এক ব্যক্তি ঘর ভাড়া নিয়ে ভূমি’র মালিকানা দাবি করার অভিযোগ উঠেছে। ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী আলতাফ ও জামাল গংদের হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (৭ মার্চ) সকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হাজী মফিজুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একবছর পূর্বে আমার ভাড়া ঘর আসে জামালের মামা মোহাম্মদ আলতাফ। ভাড়া নেওয়ার কিছু দিন পর সে ভাড়া নিয়ে তালবাহানা শুরু করে। ভাড়া পরিশোধ করতে বললে সে আমাদেরকে হুমকি ধমকি দিত। তিনমাস পূর্বে তাকে ঘর ছেড়ে চলে যেতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমাদেরকে গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে মোহাম্মদ আলতাফ এবং তার সহযোগীরা আমাদের উপর হামলা করে। একইদিন তারা আমার নির্মানাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। রাজমিস্ত্রী শফি কাজ বন্ধের প্রতিবাদ করলে দা-ছুরি নিয়ে হামলা করা হয়। পরবর্তীতে সে আমাদেরকে হুমকি দিয়ে বলে ভাড়া ঘর ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে বললে অথবা মাসিক ভাড়া দাবি করলে আমাদের সবাইকে জানে মেরে ফেলবে। এঘটনার আমি বাদি হয়ে আলতাফ ও তার ১০ সহযোগীকে বিবাদি করে থানায় অভিযোগ দায়ের করি। আমাদের বৈধ সম্পত্তি আত্মসাৎ ও হয়রানির উদ্দেশ্যে আলতাফের সহযোগী মোহাম্মদ জয়নাল জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন শাখায় আপিল করেন। আপিল বিভাগ শুনানি শেষে তাদের আবেদন খারিজ করে দিয়ে আমাদের মালিকানা বৈধ বলে ঘোষনা দেয়। সে এখন ভাড়াটিয়া হয়ে ভূমি’র মালিক দাবী করছে। আমি এবং আমার পরিবার এই ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন হাজ্বী মফিজুর রহমান,তাঁর স্ত্রী খতিজা বেগম,সাইফুল ইসলাম ও আব্দুল মান্নান।