সীতাকুন্ড থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে RAB 7

সীতাকুন্ড প্রতিনিধি

চট্রগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৩২৮ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে র ্য্যব ৭ক

৩ মে রোববার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকা থেকে মাদক চোরাচালানের সময়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম র‍্যাব-৭,
এই অভিযানে তিন জনকে মাদকব্যবসায়ীকে আটক করেন।
এই সময় আটকৃতদের কাছ থেকে ৩২৮ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে
র‍্যাব-৭।
এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি একটি প্রাইভেট কার(ঢকা মেট্রো -গ ৩৯১৮৬৬) জব্দ করা হয় ।
এই বিষয়ে চট্টগ্রামে র‍্যাব-৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) মোঃ মাহ্মুদুল হাসান মামুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তিনজন মাদকব্যবসায়ীকে আটক করি।তাদের কাছ থেকে ৩২৮ বোতল ফেনসিডিল, ১২ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার জব্দ করি।পরে তা সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করি এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানাযায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top