২ অক্টোবরের মধ্যে ইউনিয়ন ও পৌর কমিটি গঠন সম্মেলনের আড়াই বছর পর সীতাকুণ্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আড়াই বছর পূর্বে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া সভাপতি ও এস এম আল মামুন সাধারণ নির্বাচিত হয়েছিলেন । কমিটি গঠনের আড়াই বছর পর অনুমোদন হলো ৭১ জনের পূর্ণাঙ্গ কমিটি ।
গতকাল বৃহস্পতিবার বিকালে সীতাকুণ্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যকরী সংসদের পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে । সীতাকুণ্ড পৌরসদরস্থ জেলা পরিষদ গণ পাঠাগীর মিলনায়তনে সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক এস এম আল মামুনের পরিচালনায় প্রথম সভায় বক্তব্য রাখেন , চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলম চৌধুরী , মো . গোলাম রব্বানী , শ্রম সম্পাদক এ.জে.এম মহসিন জাহাঙ্গীর , সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম , রেজাউল করিম বাহার , আমু ম দিলশাদ , কিশোর কান্তি ভৌমিক , ইঞ্জিনিয়ার আজিজুল হক , মহিউদ্দিন আহমেদ , ভূঁইয়া , যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নিজামী , সাইদ মিয়া , সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন চৌধুরী , আবেদিন আল মামুন , শফিউল আলম চৌধুরী মুরাদ , রতন মিত্র , মো . আসলাম হাবীব , মাহাবুল আলম , নাহিম চৌধুরী , আবু বক্কর , মো . শোয়ায়েব , রহুল আমীন , জাহাঙ্গীর চৌধুরী প্রমুখ । এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন । প্রথম সভায় সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন , সীতাকুণ্ড আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী । সংগঠনকে আরো শক্তিশালী করতে হলে সবার আগে প্রয়োজন ঐক্যের । জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে যা যা প্রয়োজন সীতাকুণ্ড আওয়ামী লীগ সে পদক্ষেপ নেবে । বিএনপি আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে । সভায় আগামী ২ অক্টোবরের মধ্যে সকল ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় ।