সীতাকুণ্ডে ২১’শ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারী আটক

 

এম কে মনির, সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি

২১শ পিস ইয়াবাসহ সীতাকুণ্ডে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বাড়ি মজলিশ এলাকার সালাউদ্দিন বেপারীর পুত্র মো.শাহ আলম (৩৯) ও সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার হারছি মিয়ার পুত্র কামরুল হাসান (৪০)।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (ইন্টিলিজেন্ট) সুমন বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌরসদরের পশ্চিম মহাদেবপুর এলাকার প্রদীফ বড়ুয়ার ভাড়াটিয়া ঘরে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী শাহ আলমকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একইভাবে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে কামরুল হাসানকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুইজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top