সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ব্যক্তিগত কার উল্টে সরকারের এক উপসচিব ও এক জ্যেষ্ঠ সহকারি সচিব আহত হয়েছে।
আহতরা হলেন, উপসচিব হাসান আরিফ ও জ্যেষ্ঠ সহকারি সচিব সেজুঁতি বড়ুয়া। তারা দুইজনেই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ(বেজা) দায়িত্ব পালন করছেন।
আজ ৩০ মে শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই সময় খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, বেজার দুই কর্মকর্তা রাঙ্গামাটি থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথেই দুর্ঘটনা ঘটল। এতে সেজুঁতি বড়ুয়ার মাথায় আঘাত লেগেছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, সকাল থেকে সীতাকুণ্ডে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করছি, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপর তুলে দেয়।
উল্লেখ্য যে, গত ৫ দিনে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন এবং আহত হয়েছে ১৭ জন।