জয়নাল আবেদীন::সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নৌবাহিনী সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
আজ বুধবার ২৩ সেপ্টেম্বর (২০২০) মাদাম বিবির হাট এলাকায় আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে।
উক্ত দুর্ঘটনায় বানৌজা ভাটিয়ারীর লেন্স নায়েক মাসুদ রানা(২৪) গুরুতর আহত হন।আহত অবস্থায় সিএমএইচ চট্টগ্রামে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার এক কর্মকর্তা ঘটনাস্থলে গেছেন।তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।