মানবতার ফেরিওয়ালা কাউন্সিলর এ্যপোলো

সীতাকুণ্ড বার্তা:-
২৭ জুলাই সোমবার সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এক ভিক্ষুক মহিলাকে এক মাসের খাবার ও নগদ অর্থ সহায়তা করেন।

এই মহামারি করোনা পরিস্থিতে কাউন্সিলর এ্যাপোলো একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন। নিজ ওয়ার্ডের অসহায় সাধারন জনগন ও দলীয় নেতা কর্মীদের গোপনে রাতের আঁধারে সহযোগীতা করে গেছেন এখনো করছেন।প্রতিদিনই দিন রাত তিনি মাইক নিয়ে প্রতিটি এলাকায় সচেতনতা বৃদ্ধির প্রচারণা করেন।
এরই মধ্যে সব কিছু যখন স্বাভাবিক হতে শুরু করলো তিনি মানবতার আরও দৃষ্টান্ত স্থাপন করেন।গরীব অসহায় যে সকল ভিক্ষুক তাঁর কাছে ভিক্ষা খুঁজলে সেই ভিক্ষুকের পারিবারিক খোঁজ নিয়ে তাকে এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন এবং ভিক্ষা না করতে নিরুৎসাহিত করেন।এটাও বলে দেন খাদ্য শেষ হলে আমার কাছে আবার আসবেন আমি কিনে দিবো তবু ভিক্ষাবৃত্তি ছেড়ে দেন।

উনার ওয়ার্ডের নেতা কর্মী ও জনগন বলেন
কাউন্সিলর এ্যাপোলো অনেকের কাছেই একটি দৃষ্টান্ত হয়ে থাকবেন। এমন মানবিক মানুষ কাউন্সিলর হিসেবে পেয়ে আমরা খুশী।

অত্র ওয়ার্ডের (কলেজ রোড নিবাসী) রাজু অধিকারী বলেন আমরা এ্যাপোলোকে পেয়ে গর্বিতো।তার মত যদি সবাই হতো তাহলে আমাদের পৌরসভায় অভাব থাকতো না।তার জন্য আমার অনেক দোয়া রইলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top