সীতাকুণ্ডে ইপসার সহায়তা পেলো ৫ হাজার কর্মহীন মানুষ

সীতাকুণ্ড বার্তা:-
সীতাকুণ্ডে মহামারি করোনা ভাইরাসের প্রভাবে ৫ হাজার কর্মহীন শ্রমিক ও অসহায়দের খাদ্য সহায়তা দিয়েছে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন- ইপসা।

প্রায় ৩৫ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন, তেল, সাবান ও ভিটামিন ডি, সি টেবলেট।
প্রায় ১০ দিন ধরে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কার্যক্রম চলে।

ইউনিয়ন ভিত্তিক এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অংশ নেন।
পৌরসভায় ইপসা’র কোর অফিসে বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুলাহ আল বাকের ভূঁইয়া এবং কুমিরা এলাকায় বিতরণের সময় জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, সীতাকুণ্ডে কর্মহীন ও অসহায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় ইপসা পরিবারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, নানা দুর্যোগ, মহামারীতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা বা সংগঠনগুলো এগিয়ে আসলে তা সহজে উত্তরণ করা যায়।
আশা করি, ইপসার এ উদ্যোগ আগামীতে সব রকম দূর্যোগে অব্যহত রাখবে।

এ কাজে সমন্বয়ক হিসেবে ছিলেন ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন এবং সকল প্রকার সহযোগীতায় ছিলেন ইপসার সাধারণ সদস্যবৃন্দ ও সকল কর্মকর্তাবৃন্দ।

ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন,সামাজিক যে কোনো সৃজনশীল কাজে এবং দেশের সকল প্রকার দূর্যোগে আমরা সবসময় মানুষের পাশে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এই কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ,, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *