
মোঃ জয়নাল আবেদীন:আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন একাত্তরের বীর সৈনিক বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম।
তিনি বর্তমানে পৌরসভা আওয়ামীলীগের সভাপতি পদে রয়েছেন।
আজ ১ ডিসেম্বর(২০২০) মঙ্গলবার বেলা ১ টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে কমিশন কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন।এসময় মনোনয়নপত্র গ্রহণ করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ আতাউর রহমান।
মনোনয়ন পত্র জমা দেয়ার প্রাক্কালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রয়, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভুঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম. ম দিলশাদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দৌলা ছুট্টু, সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এজেএম হোসেন ভূঁইয়া লিটন, সাবেক উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ভুইয়া সামী আল মুজতবা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী, কাউন্সিলর মফিজুর রহমান, যুবনেতা সাইদী আমজাদ।