মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নেতাকর্মীদের অনন্ত ০৩ টি করে গাছ লাগাতে হবে। এবং শুধু নেতাকর্মীরা নয় দেশবাসীর উদ্দেশ্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সাড়া দিয়ে সীতাকুণ্ড পৌরসভা ছাত্রলীগের ফলজ ,বনজ ও ঔষধি গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।আজ ৮ জুলাই সীতাকুণ্ড উপজেলার পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এই কর্মসূচি বাস্তবায়ন করেন। সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন স্থানে তারা গাছ রোপণ করেন। শুধু নিজ বাড়ির আশে পাশে নয় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে যেখানে আইল আছে কিন্তু বৃক্ষ নেই সেখানে ও তারা রোপণ করতে দেখা যায়।
গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ। সোনালী শ্যামল বাংলাদেশে সবুজের সমারোহ প্রকৃতিকে আরো সৌন্দর্যমন্ডিত করে তোলে। এছাড়াও বিশ্ব জলবায়ু পরিবর্তনে বিশেষ ভুমিকা রাখে বৃক্ষ। আমাদের আশেপাশের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের কোন বিকল্প নেই। পরিবেশ রক্ষায় বৃক্ষের মত বন্ধু অতুলনীয়। এছাড়াও নানা প্রয়োজনে বৃক্ষের অবদান অনস্বীকার্য।গাছ রোপণ করার পাশাপাশি অবৈধভাবে কেউ ফলজ ,বনজ, ওষুধি গাছের ধ্বংসে মেতে উঠেছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এছাড়াও গাছ লাগানো ছাড়াও গাছের পরিচর্যা করতে হবে।
গাছ রোপণ কর্মসূচি সম্পর্কে সীতাকুণ্ড পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ শোভন বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার দেশ হবে সবুজের সমাহার।
এই স্লোগান কে মাথায় নিয়ে সারাবাংলা ছাত্র সমাজের অহংকার, জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক, ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার একান্ত সহযোগিতায় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক শায়েস্তা খান ভাইয়ের নেতৃত্বে উত্তর ১ নং সৈয়দপুর থেকে দক্ষিণে ১০ নং সলিমপুর পর্যন্ত একযোগে বৃক্ষরোপন কর্মসূচি আমরা পালন করেছি।
গাছ লাগান,পরিবেশ বাঁচান।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মাকসুদ খান বলেন, মুজিব বর্ষের অঙ্গিকার পরিবেশ হবে সবুজে সমাহার এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য ও বাংলাদেশের আবহাওয়াকে ভবিষ্যতে আরও বাসউপযোগী করার লক্ষ্যে পরিবেশ বান্ধব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচী সফল হোক।সবুজে সবুজে সমারোহ হোক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।ভবিষ্যতে জননেত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ এবং সীতাকুণ্ড পৌরসভা ছাত্রলীগ।