সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের দুই মাসের মূল বেতনের সমান বিশেষ ভাতা

আদ্বান অর্চিশ, সীতাকুন্ড বার্তা;

করোনাভাইরাস চিকিৎসায় সরাসরি নিয়োজিত সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব কর্মচারীদের এককালীন বিশেষ সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার জারিকৃত  অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র মোতাবেক,  করোনা চিকিৎসায় সরাসরি নিয়োজিত সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের দুই মাসের মূল বেতনের সমান বিশেষ ভাতা দেওয়া হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিশেষ ভাতা পাওয়ার উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ২০২০-২১ অর্থবছরের বাজেটে এই বিশেষ ভাতার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

সূত্র: ডেইলি স্টার


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *