চোখ বেঁধে, কানে তুলা দিয়ে ঘণ্টায় ঘণ্টায় বর্বর নির্যাতন

শেখ নাদিম, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সোমবার (২ অক্টোবর) সকালে ৪ দিন নিখোঁজ থাকা সাংবাদিক সারোয়ারের মুখে উঠে এলো লোমহর্ষক এই ঘটনার বণর্না।
কান্না জড়িত কন্ঠে সারোয়ার বলেন, ‘বেতের লাঠি দিয়ে মারতো অপহরণকারীরা। পুরো শরীরজুরেই মারের আঘাত আছে। বাদ যায়নি পায়ের তালুও। মার সহ্য করতে না পেরে আমি বারবার বেহুশ হয়ে যেতাম। হুশ ফিরে এলে আবার মারতো তারা। বলতো, নিউজ করবি কিনা বল শালার পুত। এভাবে গালিও দিত। আমি বারবার তাদেরকে বলেছি, আমি নিউজ আর করবো না, সাংবাদিকতাও ছেড়ে দিব। কিন্তু তারা সেটি শুনতো না। শুধু মারতে থাকতো।’

সাংবাদিক সরোয়ার বলেন, আমি বুধবার রাত ১১টায় ব্যাটারী গলির বাসা থেকে বের হয়েছি। পাঁয়ে হেটে আলমাস সিনেমার উত্তর পাশের ব্যাটারী গলির মুখ থেকেই পাঠাও এর গাড়িতে উঠি নতুন ব্রীজ যাওয়ার জন্য। কিছু দুর যাওয়ার পর ভিআইপি টাওয়ারের সামনে এলেই গাড়িটা একটু স্লো হয়। তখন বাইকের পেছনে আরেকটি লোক উঠে পড়ে। আমি বাধা দিলে ওই লোক বলে এ গাড়িতে আমি যাওয়ার কথা আপনি উঠেছেন কেন? এ কথা বলতেই আমাকে কালো একটি পলি ব্যাগের মতো জিনিস মাথায় পরিয়ে দেয়। এটি পরিয়ে দেওয়ার সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই। আমাকে অ্যাম্বুলেন্সে তুলেছে এমনটি বুঝতে পারি।’

তিনি বলেন, ‘আমাকে চারদিন একই ঘরে রাখা হয়েছিল। কিন্তু একটি বারের জন্যও আমার চোখ খোলা হয়নি। কানেও তুলাজাতীয় বস্তু দিয়ে ঢেকে দিয়েছিল। তবুও ট্রেন চলাচলের শব্দ শুনতাম।’

রোববার রাতে প্রায় ৮ টা সময় সীতাকুন্ডের ছোট কুমিরা এলাকায় রাস্তর পাশে এক অপরিচিত লোক কে পড়ে থাকতে দেখে সাধারণ লোকজন, তারা সীতাকুণ্ড মডেল থানায় জানান, সীতাকুণ্ড মডেল থানার পুলিশ এসে সনাক্ত করেন যে উনি নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সরোয়ার। তাকে উদ্ধার এর সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিক গোলাম সরোয়ার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আজকের সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top