শেখ নাদিম, সীতাকুণ্ড
প্রতিনিধিঃ
প্রাইভেট কার চুরির মামলায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মো. শাহীন (৩৫) ভাটিয়ারি এলাকার তেলিবাড়ির নুরুল হকের পুত্র। তিনি ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দায়িত্বে আছেন।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাটিয়ারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালের একটি দামি প্রাইভেট কার চুরির ঘটনায় মামলা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলার দুই গোয়েন্দা সংস্থার কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি )ফিরোজ আলম মোল্লা বলেন, সিআইডি সম্পূর্ণ আলাদা ইউনিট। তদন্ত থেকে শুরু করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করে তারাই। কোনো আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তাস্তর করে না।