
মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় সানু মিয়া (৬০) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছে।নিহত সানু মিয়া কুমিল্লা জেলার মুরাদপুর থানার গাংগের কোট গ্রামের অলি আহম্মেদের পুত্র বলে জানা গেছে।
আজ ৬ ডিসেম্বর(২০২০)রবিবার উপজেলাধীন ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় আনুমানিক সকাল ৮ টায় এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় বার আউলিয়া হাইওয়ে পুলিশ চালক ও হেলপারকে আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার করার উদ্দেশ্যে সানু মিয়া সকালে বাজারে আসলে শহীদ মিনারের সামনে চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এরপর গুরুত্বর অবস্থায় তাকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই বিষয়টি নিশ্চিত করে সানু মিয়ার ভাই আবুল কালাম বলেন, আমরা সকালে খবর পেলাম আমার ভাই এক্সিডেন্ট করে মারা গেছে।
সে বিএমএ তে দীর্ঘদিন ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।