সীতাকুণ্ডে একটি ফুট ওভারব্রিজ সময়ের দাবি

সীতাকুণ্ড বার্তা;

সীতাকুণ্ড বাস স্টেশনের সামনে মানুষ জীবনের ঝুকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় অনেক মানুষ নিহতও আহত হ হয়েছেন। অনেকবার বিভিন্ন গণমাধ্যমে এ দাবির কথা উঠে আসলেও এখনো পর্যন্ত সাড়া মেলেনি।

যদিও একটি ফূটওভারব্রীজ উপজেলার সামনে রয়েছে, যাতায়াতকারীদের সেটার ব্যবহার অনেক কম দেখা যায়। হাজার হাজার মানুষ প্রতিদিন সীতাকুন্ড বাস স্টেশন থেকে তাদের কর্মস্থলে এবং বিভিন্ন জায়গায় দরকারে যায়। যার কারণে রাস্তার এইপাশ থেকে ঐপাশ এবং ঐপাশ থেকে এই পাশে পার হতে হয়, যা খুবই ঝুঁকিপূর্ণ ও বিপদজনক।

এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে অনেক বার ফুটওভার প্রসঙ্গটি ভাইরাল হয়। তাই সবার দাবি একটি ফুটওভার ব্রিজ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *