মিরসরাই গার্মেন্টস পল্লী পরিদর্শনে বিজিএমইএ নেতারা

দেশে প্রথম বারের মত নিজস্ব গার্মেন্টস পল্লী তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় এ সংগঠন চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৫শ একর জমির ওপর তৈরি করতে যাচ্ছে গার্মেন্টস পল্লী।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সংগঠনটির সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা এটি পরিদর্শনে আসেন।

নিজেদের জন্য বরাদ্দকৃত ৫শ একরের প্লট পরিদর্শন শেষে বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, ‘সরকারের বেবজা থেকে আমরা ৫শ একর জমি নিয়েছি। এগুলো আমাদের মেম্বারদের কাছে ইতোমধ্যে বরাদ্দও দেয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনো বুঝিয়ে দিতে পারিনি।’

প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার এটিও এখানো করা হয়নি। এসব বিষয় নিয়ে আমরা ঢাকায় বেবজা কর্মকর্তার সাথে বৈঠক করবো।’

কবে নাগাদ বিজিএমইএ গার্মেন্টস পল্লীতে কারখানা নির্মাণ কাজ শুরু করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাতো চাই আগামী কালকেই করতে, কিন্তু তাতো আর হচ্ছে না। তবে আশা করছি সহসা আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারবো এবং তারা দ্রুততম সময়ের মধ্যে কারখানা নির্মাণ কাজ শুরু করবে।’

এদিকে বিজিএমইএ সভাপতি পরিদর্শনকালে নানা সমস্যা নিয়ে কথা বলেন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেবজা) কর্মকর্তাদের সাথে। এসময় বেবজাকে তারা প্লটের নানান সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি (অর্থায়ন) রাকিবুল আলম চৌধুরী, সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, শহীদুল আজিম, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী সহ নেতৃবৃন্দ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *