কার লাগবে অক্সিজেন সিলিন্ডার?- মোস্তফা-হাকিম ফাউন্ডেশন

করোনা আক্রান্ত অথবা অক্সিজেন স্বল্পতায় ফলে শ্বাস নিতে কষ্ট হয় এমন যে কেউ অক্সিজেন সিলিন্ডার নিতে শুধু পরিচয়পত্র লাগবে। ব্যবহার করার পর ৪ দিনের মধ্যে সিলিন্ডার ফেরত দিতে হবে। একবার নয় রোগীর প্রয়োজন হলে বারবার অক্সিজেন সিলিন্ডার নিতে পারবেন। আলহাজ্ব মোস্তফা-হাকিম ফাউন্ডেশন এমন মানবিক আয়োজন করেছে। যাহা সত্যি প্রশংসার দাবি রাখে।

জরুরি মুহূর্তে আপনার প্রয়োজনে আপনার নিকটস্থ যেসকল স্থান হতে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন তাহা নিম্নে উল্লেখ করা হলো:

১. ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়, আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর-০১৭২০৮১৮৫০৯,,

২. ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা-হাকিম দাতব্য চিকিৎসালয়ে আবদুর রাজ্জাক দুলাল- ০১৮৪২৫৫২৫৯০,,

৩. ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড নানা টাওয়ার (ডবলমুরিং থানার উত্তর পাশের গলি) ফরিদ আহমদ মুরাদ-০১৮৪২৩৮২১৯১,,

৪. ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী বাবুল হক সাহেবর বাড়ি, পানির কল তালতলা জাহিদুল হক শিবলু- ০১৯৭৯৩৯১৩৩৩,,

৫. ২৫ নম্বর পশ্চিম রামপুর ওয়ার্ড সবুজবাগ হাজী শফিউল বশর সাহেবর চৌধুরী বাড়ি। দেলোয়ার হোসেন- ০১৯৭৯৩৯১৩৩৩),,

৬. ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড আবুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বড়পুল, হালিশহর রোড)। সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন- ০১৭১১১৪৫১৬২),,

৭. ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড নতুন মনছুরাবাদ আলহাজ্ব মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুল। নুরুল আলম ভুট্রো- ০১৮১৮১৯৩৭০৪),,

৮. শোলকবহর ওয়ার্ড সেকান্দর মিয়ার বিল্ডিং (ফরেস্ট গেইটের বিপরীতে। নুরুল আজিম- ০১৮১৩২৫৪২১৭,,

৯. ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু সাহেবের বাডড়ি (বালুছড়া)। জুবায়ের আরেফিন- ০১৮১৯৫৪৫৭৩৭),,

১০. ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড ছিদ্দিক আহম্মদ’র বাড়ি, ২১৭ তুলা পুকুর লেইন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিদ্দিক আহম্মদ- ০১৭১৫২৯৯৬৮১),,

১১. ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড রাজভিলা, ৬নম্বর নজুমিয়া লেইন। আরিফ আহমেদ- ০১৭১৩১০৬০৭০। জনস্বার্থে হোসাইন,,

শেয়ার দিয়ে অন্যজনের উপকার করুন,,


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *