২৪ ঘণ্টার মধ্যে উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আসনা’

সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি

 প্রকাশিত: ০২:১৫, ৩১ আগস্ট ২০২৪
২৪ ঘণ্টার মধ্যে উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আসনা’

আরব সাগরের উত্তরাংশে সৃষ্ট গভীর নিম্নচাপ এখন শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধ উপকূলে আঘাত হানবে বলে জানা গেছে । 

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে ‘আসনা’ গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার, পাকিস্তানের করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগোচ্ছে।

‘আসনা’র প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, স্বর্ণক, এবং কুচ জেলায় বুধবার (২৮ আগস্ট) রাত থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। অতিবৃষ্টির কারণে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কচ্ছ জেলায়। আইএমডির জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রামাশ্রয় যাদব এনডিটিভি কে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় কচ্ছ জেলায় ৮৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি। এছাড়া সুরাট এবং কুচ জেলাতেও ভারী বর্ষণ হয়েছে।’

পিএমডির পূর্বাভাসে বলা হয়েছে, সিন্ধের প্রাদেশিক সরকারকে ঝড় মোকাবিলার প্রস্তুতি নিতে বলেছে। সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ হচ্ছে বলেও জানা গেছে। বর্ষণের কারণে ঝড় আসার আগেই সিন্ধের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছে তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top