আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪
হিজবুল্লাহর এক ইরাকি সমর্থকের হাতে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর ছবি।
লেবাননের বৈরুতে ভয়াবহ বিমান হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর সংবাদ সংস্থা রয়টার্স আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক চার বিশিষ্ট বিশ্লেষকের সঙ্গে হত্যাকাণ্ডের সম্ভাব্য প্রভাব নিয়ে সাক্ষাতকার নিয়েছে। এদের একজন জানিয়েছেন, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় চলমান সংঘাতের গতিপথ মৌলিকভাবে পরিবর্তিত হবে না। আরেকজন বলেন, এই অঞ্চলের আরব রাজধানীগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারণ, রক্ষণশীল আরব দেশগুলোর কোনটিই হিজবুল্লাহকে খুব একটা পছন্দ করে না।