চট্টগ্রামের হাটহাজারীতে একটি বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় নেজাম উদ্দীন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নেজাম একই ইউনিয়নের মোহাম্মদ মনসুরের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপরিদর্শক ( এসআই) আকরাম উদ্দিন। তিনি বলেন, বাগানে ফাঁস লাগানো অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। হত্যা নাকি আত্মহত্যা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।