হাইকোর্টের নির্দেশে রাঙামাটির বাঘাইছড়িতে অবৈধভাবে গড়ে উঠা দুই ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে দুই ইটভাটাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটাগুলোতে সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।
অভিযানে এমএমসি ইটভাটার পক্ষে মো. সোহাগকে ২০ হাজার টাকা ও কেবিএম ইটভাটার পক্ষে মো. নাহিদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুইটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সব অবৈধ ইটভাটা বন্ধে আমাদের আজকের এই অভিযান।