করোনা মহামারির কারণে বাংলাদেশে দেড় বছরেরও বেশি সময় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় সব ধরনের পরীক্ষা স্থগিত করেছিল।
কখন সেসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, পাস করে কখন পেশাগত জীবন শুরু করবে, কখন পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেবে, তা নিয়ে উদ্বিগ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকল উদ্বিগ্নতা, চিন্তা ও প্রতিক্ষা পেরিয়ে পরীক্ষার প্রকাশিত রুটিন অনুযায়ী সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে আজ দুপুর ১টা থেকে। সকল শিক্ষার্থীর মুখে যেন এক আনন্দের হাসি।
সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা। করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষার আগে ও চলাকালে করণীয় নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো পরীক্ষা আর পিছাবে না বা স্থগিত হবে না এই আশাবাদী শিক্ষার্থীরা।