বার্তাঃ সীতাকুণ্ড উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের দেড় শতাধিক নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার দিয়েছে ন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা। এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন। সভায় বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেজবা উদ্দিন রানা বলেন করোনা কালিন এই দুঃসময়ে সারা দেশে ছাত্রলীগের নেতা কর্মীরা এদেশের সাধারন মানুষের পাশে রয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীদের ভালবাসার উপহার প্রদান করেছি। মাহে রমজানের শুরুতে হত দরিদ্র মানুষের মাঝে ইউতার সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়েছি। সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ সব সময় সৈয়দপুরের সাধারন মানুষের পাশে আছে থাকবে।