সীতাকুণ্ড প্রতিনিধি
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ও অপ্রয়োজনীয় দোকান খোলার জন্য জরিমানা করা হয়েছে বিভিন্ন দোকানীদের।
আজ ২০ মে, ২০২০ খ্রি. তারিখ সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান সীতাকুণ্ড বাজার, বাড়বকুণ্ড বাজার, ভাটিয়ারী বাজার, মাদামবিবির হাট বাজারে করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও পবিত্র মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৮টি মামলায় ১৮ জন দোকানীকে দোষী সাব্যস্ত করে চুয়াল্লিশ হাজার পাঁচশত (৪৪,৫০০/-) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করেন।