সীতাকুন্ডে ফেন্সিডিল সহ গ্রেফতার ৩

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে ফেন্সিডিল সহ তিন জন আটক।১১০ বোতল ফেনসিডিল সহ তাদের আটক করে করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মোঃ আমির হোসেন (২০) পিতা মৃত হায়েজ মোহাম্মদ,মাতা-মোছাঃ কুলছুম, ঠিকানা একে খাঁন, থানা আকবর শাহ , সিএমপি। মোঃ হাসান (১৯), পিতা-মৃত তোতা মিয়া,মাতা-আয়েশা বেগম,সাং, সফোয়া, কালিকাপুর,৩ নং ওয়ার্ড,থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, মোঃ মামুন (১৯), পিতা-মৃত বুলু মিস্ত্রি,মাতা-জাহেরা বেগম,সাং-গুধুর পুকুর পাড়া,আলেখারচর,আমতলী ইউনিয়ন,থানা কোতয়ালী, জেলা-কুমিল্লা, বর্তমানে অবস্থান, শাহপুর ০২নং ওয়ার্ড,থানা-কসবা, জেলা-বি-বাড়িয়া

রবিবার দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসআই মোঃ আশরাফ ছিদ্দিকী সঙ্গীয় অফিসার সন্দেহ জনক- তল্লাশি চালিয়ে তাদের আটক করে থানায়় নিয়ে আসেন।

১০ মে সীতাকুণ্ড মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা নং-১০, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১৪(গ)/৩৮/৪১ মূলে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন,মডেল থানার ওসি ইন্টেলিজেন্স সুমন বণিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top