সীতাকুন্ডে দলিল লেখকদের কলম বিরতি শুরু

পুলিশ ও সেনা মোতায়েন

সীতাকুন্ড প্রতিনিধিঃ

সীতাকুন্ডে সাব-রেজিস্টারের অপসারন চেয়ে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে দলিল লেখক সমিতি। সকাল ১১টায় সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচীতে অংশ নেন দলিল লেখকরা।
এ সময় উপস্থিত ছিলেন,‘দলিল লেখক সমিতির সভাপতি রফিক আহাম্মদ,সাধারন সম্পাদক মো’ কামাল উদ্দিনসহ সমিতির সকল সদস্যরা।
কলম বিরতি ও অবস্থান কর্মসূচি চলাকালে সমিতির নেতারা বলেন,‘ দুর্নীতিবাজ সাব-রেজিস্টারের অপসারনে ধারাবাহিক কর্মসূচির হিসেবে কলম বিরতি চলছে। মানব বন্ধনের মাধ্যমে কলম বিরতিতে যাওয়ার হুশিয়ারী দেয়া হয়। যতদিন সাব-রেজিস্টার অপসারণ করা না হবে ততদিন কলম বিরতি চলবে।
তারা আরো বলেন,‘ কর্মস্থলে যোগদানের পর ঘুষ বানিজ্যে লিপ্ত হন। মোটা অংকের ঘুষ ছাড়া দলিল সম্পাদনে করতে চান না।এ পরিস্থিতিতে দলিল সম্পাদনে বিড়ম্বনায় পড়ছে জমি ক্রেতা-বিক্রেতারা। এ ধরনের দুর্নীতির প্রতিবাদ করায় লেখকদের রেজিস্ট্রেশন বাতিলের হুমকি দেয়া হচ্ছে।
এদিকে,‘কলম বিরতি চলায় রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। রেজিস্ট্রার কার্যালয়ের ফটকে দলিল লেখকরা অবস্থান নেয়ায় শংকিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। এ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় সেনা বাহিনী ও পুলিশ অবস্থান নেয়।
সাব -রেজিস্টার বলেন,‘ অনৈতিকভাবে জমি রেজিস্ট্রিতে রাজি না হওয়ায় দলিল লেখকরা একট্টা হয়েছে। অফিসের সামনে অবস্থান নেয়ায় অফিস কার্যক্রম বিঘ্নিত হওয়ায় আইন শৃংখলা অবনতির ঘটনা এড়াতে প্রশাসনের সহযোগীতা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top