সীতাকুন্ডে আন্দোলনে রেজিস্ট্রিতে স্থবিরতা

সীতাকুন্ড প্রতিনিধিঃ

সীতাকুন্ডে সাব রেজিস্টারের অপসারনে ধারাবাহিক আন্দোলনে নেমেছে দলিল লেখক সমিতি। গত এক সপ্তাহ ধরে আন্দোলন চলতে থাকায় রেজিস্ট্রি কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। এ পরিস্থিতিতে দলিল সম্পাদনে এসে বিপাকে পড়েছে জমি-ক্রেত –বিক্রেতারা।
সূত্রে জানা যায়, ঘূষখোর সাব রেজিস্ট্রারের অপসারন চেয়ে আন্দোলন শুরু করেছে দলিল লেখক সমিতি। মানব বন্ধন, সংবাদ সম্মেলন ও কলম বিরতি চলছে। এরপরও সাব রেজিস্ট্রার ও দলিল লেখক সমিতি যার যার অবস্থান অনড় রয়েছে। এ অবস্থায় জমি রেজিস্ট্রি কার্যক্রম স্থবির হয়ে পড়ায় রাজস্ব পৌচেছে শূন্যের কৌটায়। তবে সাব রেজিস্টারের অপসারন না হওয়ায় পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা।
তারা বলেন,‘ দলিল সম্পাদনের ক্ষেত্রে নানা অযুহাতে মোটা অংকের ঘুষ দাবী করে সাব রেজিস্টার। অতিরিক্ত ঘুষ চাওয়ায় জমি ক্রেতা-বিক্রেতারা বিপদের সম্মুক্ষীন হচ্ছে। সাব রেজিস্টারের অপরাধ, ঘুষ ও দুর্ণীতির প্রতিবাদ করলে খুব খারাপ ভাষা ব্যবহার করে। পেশাগত দায়ীত্ব পালন করতে এসে সরকারী কর্মকর্তার হাতে নাজেহাল হতে হয়। তাই এ ধরনের সাব-রেজিস্টারের অধিনে দলিল লেখকরা কোনো কাজ করবে না।
এদিকে,‘ আন্দোলনের মুখে গত দুই সপ্তাহ কোনো দলিল সম্পাদন হচ্ছে না। লেখকদের বাঁধার মুখে দলিল সম্পাদনে হুমকিতে পড়েছে কর্মকর্তা-কর্মচারীরা। এ বিরাজমান পরিস্থিতিতে দৈনিক কয়েক লাখ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে রাষ্ট্র। তবে রাষ্ট্রিয় কাজে আইন ভঙ্গ করা হলে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান সাব রেজিস্টার রায়হান হাবিব।
এ বিষয়ে জেলা সাব রেজিস্টার বলেন,‘ যেসব অভিযোগে আন্দোলন শুরু হয়েছে তার প্রমান এখনও পাওয়া যায়নি। কোনো কারনে ভূল ঝুঝাবুঝি হলে তা সমজতার মাধ্যমে শেষ করা উচিত। আন্দোলনের কারনে রেজিস্ট্রি কাজ না হওয়ায় রাজস্ব আসছে না বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top