ডেস্কঃ সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটির এক সভা গত ৫ফেব্রুয়ারী অনুষ্টিত হয়ে। সভায় তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষনা করেন।
সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন -২০২১ এর প্রধান নির্বাচন কমিশনার-অধ্যাপক মোহাম্মদ আবদুল মুবিন(আজীবন-৫৯৭)নির্বাচন কমিশনার-এড.মো. আবুল হাসান (শাহাবউ দ্দিন)(আজীবন-১৬৬)
নির্বাচন কমিশনার-আলহাজ্ব খোরশেদ আলম(আজীবন-১১৫২)
সূত্রঃ সীতাকুণ্ড টাইমস