সীতাকুণ্ড বার্তা:-
সামনে পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলরের প্রার্থীতা ঘোষণার হিড়িক পড়েছে।পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মত কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা করেন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল আমিন।
জানা যায় তিনি ৯৬ সাল থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িতো।পেশায় একজন ব্যাবসায়ী।সীতাকুণ্ড বাজারে তার দুটো সো মিল রয়েছে।তিনি ৪ নং ওয়ার্ডের শেখ নগরের মৃত রাজা মিয়ার সন্তান।
তিনি বলেন দীর্ঘদিন আমি রাজনীতির সাথে জড়িতো, ব্যাবসায়ীক কারনে আমি প্রচার বিমুখ ছিলাম।আমাকে এলাকার সবাই গ্রহণ করবে বলে আমি আশা করি।আমার উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভার নেতৃবৃন্দ যদি যোগ্য মনে করে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।সকলের কাছে দোয়া চাই।