সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর বদিউল আলম জসিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

সীতাকুণ্ড পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর বদিউল আলম জসিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের উপ সচিব সীতাকুন্ড বার্তাকে বলেনঃ স্থানীয় সরকার ( পৌরসভা ) আইন , ২০০৯ এর ধারা ৩১ ( ১ ) মোতাবেক কোন পৌরসভার মেয়র অথবা কোন কাউন্সিলর অপসারণের কার্যক্রম আরম্ভ করালে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হলে,
সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হইলে , সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।

যেহেতু , চট্টগ্রাম জেলার সীতাকুন্ড পৌরসভার পৌর পরিষদের ১২/০৪/২০২২ খ্রি : তারিখের সভায় ২ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মো : বদিউল আলম কর্তৃক হাট বাজারের টেন্ডারের ওয়ার্ক অর্ডার নিয়ে অশোভন ও উদ্ধত্যপূর্ণ আচরণ করাসহ পেশি শক্তির ভয় – ভীতি প্রদর্শন শিষ্টাচার বহির্ভূত অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে ; সেহেতু , স্থানীয় সরকার ( পৌরসভা ) আইন , ২০০৯ এর ধারা ৩২ এর উপ – ধারা ( ১ ) এর ( খ ) ও ( ঘ ) অনুযায়ী স্বীয় পদ হতে অপসারণের লক্ষ্যে উল্লিখিত পৌর কাউন্সিলর – কে একই আইনের ধারা ৩১ ( ১ ) অনুযায়ী জনাব মো : বদিউল আলম – কে সীতাকুন্ড পৌরসভার কাউন্সিলর এর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো ।

এবং এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top