চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়া বাতার পাড়া গ্রামের হতদরিদ্র সেলিনা আক্তার, তার স্বামী মিজান এবং ছোট মেয়ে সহ একই পরিবারের তিনজনই শারীরিক প্রতিবন্ধী। চরম দারিদ্রতার মধ্যে দিন কাটে তাদের। সেলিনার যে বসতঘর রয়েছে তা একেবারেই নিম্নমানের। একটু বৃষ্টি পড়লেই পানি পরে ঘরের মধ্যে। একদিকে একই পরিবারে তিনজনই শারীরিক প্রতিবন্ধী অন্যদিকে আর্থিকভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্বামী, সন্তান নিয়ে। বিষয়টি জানতে পেরে ঘর নির্মাণের জন্য এগিয়ে এসেছে সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির ট্রাস্টি বোর্ডের মেম্বারগন।
শনিবার ১১ টার সময় সেলিনা আক্তারকে ডায়াবেটিস সমিতির পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। টাকা হাতে পেয়ে সেলিনা আক্তার ট্রাস্টি বোর্ডের মেম্বারগণকে কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি। ট্রাস্টি বোর্ডের মেম্বারগণ আরো বলেন আমরা সব সময় অবহেলিত নির্যাতিত ও প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এটা শেষ দেওয়া না ভবিষ্যতেও তোমার পাশে আমরা থাকবো। এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন। ফেনী জেলা সমাজসেবা সহকারী পরিচালক এবং ট্রাস্টি বোর্ডের মেম্বার মো. শহিদুল্লাহ মানিক, দপ্তর ও মিলনায়তন সম্পাদক লায়ন মোঃ ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট এর ট্রাস্টিজ নুরুল বাশার জিলানী, সাংবাদিক মোঃ ওমর ফারুক, জোরবটতল তালিমুল ইসলাম নূরানী মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আব্দুল করিম, সীতাকুণ্ড বৃদ্ধাশ্রম ও এতিমখানার পরিচালক মোঃ আবু তাহের, মোঃ মাইন উদ্দিন সহ গ্রামের সর্বস্তরের জনসাধারণ।