মোঃ জয়নাল আবেদীন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যেগে মৎস্য আড়তে অভিযান চালিয়ে নিষিদ্ধ কালীন সময়ে বরফ উৎপাদন ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় সুমন আইচ ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ অক্টোবর বুধবার সকাল এগারোটায় মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়।পরে বিকাল তিনটায় স্বন্দীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে ২৫ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক অজিত কুমার পাল, মৎস্য অধিদপ্তর (ঢাকা) শ্রীবাস চন্দ্র, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য: ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর (২০২৪) পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, মজুদ, বিপণন ও বিনিময় নিষিদ্ধের প্রেক্ষিতে ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান-২৪ বাস্তবায়নে অভিযান চালানো হয়।