চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) শিশুটির মামা ইখতিয়ার উদ্দিন বাদী হয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন (৪১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও ষাটোর্ধ্ব অপর এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ এনে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত দুই ব্যক্তি ও শিশুটির বাড়ি পৌরসভার উত্তর এয়াকুবনগরে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শিশুটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে। শনিবার বিকালে মুরগি ধরার কথা বলে সেলিম উদ্দিন উক্ত ছাত্রীকে তাদের কাচারি ঘরে ডেকে নেন। শিশুটি কাচারি ঘরে প্রবেশ করলে ওসমান গণি নামের স্থানীয় ষাটোর্ধ্ব এক ব্যক্তি বাহির থেকে ঘরের দরজায় তালা দিয়ে দেন। এরপর সেলিম ছাত্রীটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে ধস্তাধস্তির শব্দ পেয়ে বাহির থেকে কয়েকজন ঘরে প্রবেশ করতে চাইলে সেলিম উদ্দিন জানালা দিয়ে পালিয়ে যান। ষাটোর্ধ্ব ওসমান গণিও পালিয়ে যান।
মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক বলেন, আসামিকে ধরার চেষ্টা চলছে। তবে সহযোগী হিসাবে যার নাম এসেছে তিনি নির্দোষ কিনা আমরা খতিয়ে দেখছি।