সীতাকুণ্ডে স্বপ্নসারথি সামাজিক সংগঠন প্রায় আড়াইশো জনের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করেছে।

আজ ২৬ জুন শনিবার সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত সীতাকুণ্ড স্বপ্নসারথি সামাজিক সংগঠনের আয়োজনে ফ্রী রক্তের গ্রুপ নির্নয় ও থ্যালাসেমিয়া সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন ।রক্তের গ্রুপ নির্নয়ে সহযোগিতায় ছিলো স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি।

উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উত্তর জেলা সদস্য সচিব জনাব ইউসুপ খান, সি প্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক জনাব কামরুল ইসলাম দুলু,জনকণ্ঠ ও পূর্বেদশ প্রতিনিধি সাংবাদিক জনাব জাহেদুল আনোয়ার চৌধুরী, অভিনেতা জনাব সাজ্জাদ ভুঁইয়া, সিকিউর সিটি প্রপার্টির এমডি জনাব রাশেদুল হাসান,সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব ইয়াসিন হান্নান,ভাইস চেয়ারম্যান জনাব আক্তার হোসেন মামুন,

স্বপ্নসারথি সামাজিক সংগঠনের প্রধান নির্বাহী ও সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির ক্রীড়া সম্পাদক নাহিদ চৌধুরী, সদস্য সরোয়ার জাহান প্রিন্স, ইকরাম হোসেন তুহিন,আকবর আলী,ইকবাল হোসেন আবির,মনির হোসেন ইমন।

ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি নাজমুল সোহেল, সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুল আলম, এডমিন আক্তার হোসেন এলিট,সাইফুল আহমেদ,মডারেটর ইসরাত জাহান মিমি,এসকে টিপু,সাদেক,মিশু মজুমদার, নাজিমুদ্দিন, কার্যকরী সদস্য নাজিবুর রহমান নওশাত,মো সালাউদ্দিন, আরাফাত আতিফ প্রমুখ।

আমাদের আজকের কর্মসূচিতে সহযোগিতা করেছেন আমাদের পৃষ্ঠপোষক মমতাজ বেগম আপা,সদস্য আবু কাওসার নাজিম ও জান্নাত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মমেনাতুল জান্নাত,সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি ও স্বপ্নসারথি সামাজিক সংগঠনের সকল নেতৃবৃন্দ, আপনাদের নিকট চিরো কৃতজ্ঞ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top