Total Views: 90
মোঃ জয়নাল আবেদীন:
সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ ইদিলপুর ৮ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বাদে আছর বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আবুল হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আলী হোসাইন, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড কামিল (এম এ ) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আনোয়ার হোসাইন।
আলোচনায় বক্তারা বলেন, পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। আমাদের জীবনকে সুন্দর কাঠামো দিয়ে গড়তে হলে রাসুল (সা.) এর আদর্শকে ধারণ করতে হবে।
মাহফিল শেষে বাংলাদেশে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।