সীতাকুণ্ডে সিকিউর সিটির দোকান বিক্রয় মেলা উদ্বোধন
সীতাকুণ্ড বার্তা প্রতিনিধি:-
১২ মার্চ থেকে২১ মার্চ ১০ দিন ব্যাপি সকাল ১০ হতে রাত ৮ টা পর্যন্ত এ বিক্রয় মেলা চলবে।আজ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকিউর সিটির চেয়ারম্যান মো মোরশেদুল হাসান সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারন সম্পাদক লিটন চৌধুরী,সীতাকুণ্ড বাজার কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহীদি,সাংবাদিক হেদায়েত উল্লাহ,ব্র্যাক ব্যাংকের ব্যাবস্থাপক নুর ই আলম,ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক নিশাতুল হাকিম চৌধুরী,বর্ণালী ক্লাবের সাধারন সম্পাদক মো মসিউদ্দৌলা,সীতাকুণ্ড বাজার ব্যাবসায়ী কমিটির সাবেক সহ সভাপতি খোরশেদ আলম।
আরও উপস্থিত ছিলেন সিকিউর সিটির ভাইস চেয়ারম্যান মো ইয়াসিন হান্নান,মো আক্তার হোসাইন,অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর বিএসসি,সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া সহ বাজারের বিভিন্ন ব্যাবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
কোম্পানির চেয়ারম্যান মোরশেদুল হাসান বলেন ১২ মার্চ থেকে ২১ মার্চ দশদিন ব্যাপি আমাদের বিক্রয় মেলা চলবে।যারা আগ্রহী এবং মেলা দেখতে আসবেন তাদেরকে আমাদের প্রকল্প সম্পর্কে ধারনা দেওয়া হবে।এবং দোকান বিক্রয় ও বুকিং চলবে।মেলা চলাকালীন কেউ দোকান বুকিং দিলে কক্সবাজার ফাইভ স্টার হোটেলে দুই রাত তিন দিন থাকার সু্যোগ। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে।মেলায় বাচ্চাদের খেলার ব্যাবস্থা রাখা হয়েছে। সীতাকুণ্ড ব্লাড ডোনাট সোসাইটির মাধ্যমে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় করার ব্যাবস্থা করা হয়েছে।