সীতাকুণ্ড প্রতিনিধিঃ- সীতাকুণ্ডে ঘাটার রাস্তার মাটির নীচে দিয়ে পাইপ স্হাপনকে কেন্দ্র করে সন্ত্রাসী শফি গংদের হামলায় দৈনিক ইত্তেফাক সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক দিদার হোসেন টুুটুল আহত হয়েছে।
জানা যায়, আজ বুধবার ১০জুন সকাল সাড়ে ৯টায় সাংবাদিক দিদার হোসেন টুটুল সরকারী রাস্তার পাশে খালে তাদের বাড়ী ময়লা পানি নিস্কাশনের জন্য পাইপ বসানোর উদ্দেশ্য লেবার কাজ করতে চাইলে লেবারদেরকে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেয়।এতে দিদার শুনে ঘর থেকে বেড়িয়ে এসে বাধার কারণটা জানতে চাওয়া মাত্রই সন্ত্রাসী শফি ও তার বড় ভাই জহুরুল আলমসহ আরো ২/৩ জন মিলে সাংবাদিক দিদার হোসেন টুটুলকে মারধর করে আহত করে। পরে তাকে বাড়ীর অন্যান্য লোকজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এঘটনায় সাংবাদিক দিদার হোসেন টুটুল বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে।
সাংবাদিক দিদার হোসেন টুটুল জানান: ঘাটার রাস্তাটি সকলের ব্যবহারের জন্য পুকুর পাড় এবং একান্ত তাদের নিজেদের মালিকানাধীন।
এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন,অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।