সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরনো জাহাজ ভাঙার একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের তেতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস এন কর্পোরেশন নামক জাহাজ ভাঙ্গা কারখানায় পুরনো জাহাজ কাটার সময় সেটির পাম্প রুমে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
জাহাজভাঙ্গা কারখানার দায়িত্বরত কর্মকর্তা মো.শওকত আজাদ বিস্ফোরনে শ্রমিক দগ্ধের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,স্ক্র্যাপ জাহাজটি কাটার কাজ একেবারে শেষ দিকে। দুপুরে জাহাজের শেষ প্রান্তে থাকা পাম্প রুমের কাটিং কাজ করছিলেন শ্রমিকরা। এই সময় হঠাৎই পাম্পের ভেতরে থাকা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন শ্রমিক আহত হয়েছে। তবে আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। তারপরও আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, সেখানে দগ্ধ ১২ জন ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। কারও কারও ৯০ শতাংশ পুড়ে গেছে।
আহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে। তারা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল।
এদিকে বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের দুটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম জানান,জাহাজ ভাঙ্গা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমের ভেতরে কাটিং কাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে। তারা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জেনেছেন তিনি। বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।