জয়নাল আবেদীন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে চেয়ারম্যান রেজাউল করিম বাহারের যোগসাজশে অবৈধভাবে দেয়াল নির্মাণ করে শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন মুরাদপুর ইউনিয়নের পূর্ব ভাটেরখীল এলাকার প্রান্তিক কৃষক ও জনসাধারণ।ভোগান্তি থেকে চিরতরে রেহাই পেতে ইউএনও বরাবরে বাদী হয়ে লিখিত অভিযোগ করেন সর্বস্তরের জনসাধারণ।
অভিযুক্তরা হলেন, সার্জেন্ট নুরুল হুদা, সেনা সদস্য নং-১৪৪৪২০৬ ইউনিট নেইম- ০৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ফরমেশন- ১০ ইনফিনিটি ডিভিশন, কক্সবাজার রামু ক্যান্টনমেন্ট, অপরদিকে মনিরুল হুদা উভয় পিতা- আবুল কালাম, পূর্ব ভাটেরখীল ইসমাইল ভুঁইয়ার বাড়ি।
পূর্ব ভাটেরখীলের স্থানীয় জনসাধারণ জানান, আমাদের দীঘির পাড় তথা পূর্ব ভাটেরখীল থেকে বিলের দিকে চলাচলের জন্য বাদশা ফকির ও মোঃ মোস্তফা এর বাড়ির পাশ দিয়ে সর্বসাধারণ ও গবাদিপশু নিয়ে যাতায়াত সহ ৪০/৫০ পরিবার চলাচল করে আসছিল।বিগত একশত বছরের চলাচলের পথটি ২ মাস আগে পূর্ব ভাটেরখীল গ্রামের ঠাকুরবাড়ির আবুল কালামের বড় ছেলে সেনাবাহিনী নুরুল হুদা ও মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহারের অবৈধ হস্তক্ষেপে সেনাবাহিনীর ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে জোর পূর্বক দখল করে দেয়াল দিয়ে জনগণের চলাচলের পথে রোধ করে দেয়।
সর্বস্তরের জনসাধারণ আরো জানান, এই রাস্তাটি দখলের ফলে এলাকার প্রান্তিক শ্রেণীর লোকজন ভোগান্তির মাধ্যমে দিনাতিপাত করছেন।এছাড়া দেয়াল দেয়ার কারণে গ্রামের বিধবা নারী তার স্কুল পড়ুয়া মেয়ে এবং ঠাকুর বাড়ির লোকজন হাঁটু পরিমাণ পানি বেয়ে রাস্তায় উঠতে হচ্ছে।তাছাড়া সেনাবাহিনী নুরুল হুদা, মনিরুল হুদা, মন্নান, নুর উদ্দিন নারী নির্যাতন সহ এলাকার সর্বস্তরের জনগণের বিরুদ্ধে আইন বহির্ভূত মামলা মোকদ্দমা দিয়ে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে।বিগত ২৮ আগস্ট ২০২৪ রামু ক্যান্টনমেন্ট থেকে সীতাকুণ্ড থানায় বাদী হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোঃ সালাউদ্দিন ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে।
এমন পরিস্থিতিতে ওই এলাকার বাসিন্দারা জনকল্যাণে দখলকৃত রাস্তা উম্মুক্ত করণে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।