সীতাকুণ্ডে লরি মিনিবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হেলপার নিহত
বিশেষ প্রতিনিধি
উত্তর চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর বাস ষ্ট্রান্ডে মিনিট্রাক ও লরি মুখোমুখি সংঘর্ষ।এই সংঘর্ষের ঘটনায় একজন গাড়ির হেলপার নিহত হয়।
৩ এপ্রিল শুক্রবার আজ উপজেলার পৌর বাস ষ্ট্রান্ড মহাসড়ক এলাকায় আনুমানিক সন্ধ্যা সাতটার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাক ও অন্য একটি লরির ( চট্টমেট্টো ঢ-৮১-২৫৬০) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মিনিট্রাকের (পিরোজপুর-ন ১১-০২৩৬)সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থলে মিনিট্রাকের হেলপার নিহত হয়।এই দুঘটনায় ড্রাইভার গুরুতর আহত হয়।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার করে আহতকে সীতাকুণ্ড থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করি।তবে নিহত মিনি ট্রাকের হেলপারের তাৎক্ষনিক কোন পরিচয় জানতে পারেনি।
এই বিষয়ে,সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শরীফুল ইসলাম জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্য পরিচালনা করে আহতকে উপজেলার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করি।