সীতাকুণ্ডে রাতের অন্ধকারে কৃষকের ফসলি জমি কাটার অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের পশ্চিম মান্দারিটোলা গ্রামে রাতের অন্ধকারে কৃষকের ফসলি জমি কাটার অভিযোগ ওঠেছে বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিনের বিরুদ্ধে।

গত ৩০ ডিসেম্বর সোমবার দিবাগত রাত এগারোটা হতে ভোর চারটা পর্যন্ত ফসলি জমির উপরি ভাগ ( টপ সয়েল) কেটে অন্যত্র বিক্রি করার অভিযোগ তুলে কৃষক নুরুন্নবী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়বকুণ্ড ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে কৃষকের ফসলি জমিতে স্কেভেটর (মাটি খনন যন্ত্র) রাখা হয়েছে।
অসহায় কৃষক নুরুন্নবী বলেন, স্থানীয় কিছু সন্ত্রাসী ভাড়া করে রাতের অন্ধকারে ফসলি জমি কাটছে ইউনিয়ন বিএনপির নেতা নাছির উদ্দিন।এই পরিস্থিতিতে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে পুলিশ নাসিরকে কাজ বন্ধ রাখতে বলেন।কিন্তু সে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোর চারটা পর্যন্ত মাটি কাটার কাজ চালিয়ে যায়।
ভুক্তভোগী রেহানা আক্তার বলেন, দীর্ঘদিনের এই জমিতে আমার স্বামী নুরুন্নবী কৃষি কাজ করে আসছেন।আর এটাই আমার স্বামীর একমাত্র অবলম্বন।এই জমিতে ফসল উৎপাদন করে আমাদের সংসার চলে।তাছাড়া এই বিষয়টি নিয়ে কোর্টে মামলা চলমান আছে।কিন্তু সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।আমরা প্রতিকার চাই।
মাটি কাটার অভিযোগের বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দিন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন। পরবর্তীতে অন্য সংবাদকর্মী দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top