সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জেলে আটক

মোঃ জয়নাল আবেদীন:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জেলে আটক

২৬ অক্টোবর রবিবার সকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর, কুমিরা কোস্টগার্ড ও কুমিরা নৌ পুলিশের যৌথ উদ্যোগে স্বন্দীপ চ্যানেলে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে ২০ হাজার মিটার চরঘেরা জাল এবং ১ হাজার মিটার ভাসান জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরার অপরাধে ১ টি মাছ ধরার নৌকা এবং ৫ জন জেলেকে আটক ও একজন জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।এছাড়া অন্য ৪ জনের ( অর্জুন দাস,আপন দাস, মোঃ নুর উদ্দিন,সুমন দাস) বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারার আওতায় মামলা করা হয় এবং জনপ্রতি ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ ওয়ালী উদ্দিন আকবর, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মোস্তফা আহমেদ, উপজেলা মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রুবেল দাস, রাসেল দাস, মোঃ সাদেকুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top