Total Views: 94
মোঃ জয়নাল আবেদীন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২২ অক্টোবর মঙ্গলবার উপজেলার সীতাকুণ্ড বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখা, বরফকল পরিদর্শন ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৪ ও ৪৫ ধারামতে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় রুপালী আইচ ফ্যাক্টরী ২০ হাজার টাকা, আমজাদ হোসেন ৫ হাজার টাকা, আশিস চৌধুরী ৫ হাজার টাকা, খোকন মজুমদার ৩ হাজার টাকা, আলাউদ্দিন টিটু ৫ হাজার টাকা, সালাউদ্দিন আহমেদ ৫ হাজার টাকা, কামরুল আলম ৫ হাজার টাকা, জোবায়েদ আহমেদ ৫ হাজার টাকা, হেলাল উদ্দিন ২০ হাজার টাকা সহ সর্বমোট ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।অভিযানকালে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা।