মোঃ জয়নাল আবেদীন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশান্ত ১৫ পরিবার। অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
২৬ নভেম্বর (২০২০) বৃহস্পতিবার ভোররাতে সীতাকুণ্ড পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিজতালুক গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের দ্বারা আগুনের সূত্রপাত হয়।পূর্ব পশ্চিমে লম্বা ঘরের পূর্ব পাশে ব্যাটারি চালিত রিকশার গ্যারেজ ছিল। গ্যারেজে রাতে ৯/১০ টি রিক্সা চার্জ দেয়া হয়।ওই গ্যারেজেই সর্ট সার্কিট হয়ে আগুনের ঘটনা ঘটতেই পারে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার দশ মিনিটের মধ্যে তারা পৌঁছলেও আগুন নিভাতে ৭:১০ মিনিট সময় লাগে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয় ৬৫ লক্ষ টাকা।