চট্টগ্রামের সীতাকুণ্ডে কথাকলি উচ্চ বিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ থেকে বিপুল পরিমাণ দা, কিরিচ ও লোহার পাইপ উদ্ধার করেছে পুলিশ। তবে কেন-কারা এসব রেখেছে তা জানাতে পারেনি পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার সন্ধ্যায় ৬টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় সীতাকুণ্ড থানা পুলিশের কাছে খবর আসে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কথাকলি উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের শ্রেণিকক্ষের উপরের সিলিংয়ে দেশিয় অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। সেখানে অভিযান চালিয়ে ৩ টি কিরিচ, ৩ টি ও একটি লম্বা এসএস পাইপ উদ্ধার করা হয়।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, হয়তো কোন অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে কেউ এগুলা লুকিয়ে রেখেছিল। সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষে বলা যাবে।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি ধারণা করছেন, স্কুলটির বিভিন্ন স্থানে বেড়া ভাঙা থাকায় কেউ অস্ত্রগুলো রেখে গেছে। তবে কারা কেন রেখে গেছে তা ধারণা করতে পারছেন না তিনি।