মোঃ জয়নাল আবেদীন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে যুব সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।এসময় দলে দলে হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
গতকাল শুক্রবার বিকাল তিনটায় পৌরসভার এল. কে. সিদ্দিকী স্কয়ার অডিটোরিয়ামে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
যুব সম্মেলনে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী সভাপতিত্ব করেন।সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন সিকদার, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সম্পাদক মোঃ আবুল হোসেন সহ প্রমুখ।