সীতাকুণ্ড বার্তা প্রতিনিধিঃ মোঃ জয়নাল আবেদীন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. রফিকুল ইসলাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালিত হয়েছে , আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. রফিকুল ইসলাম বলেন, আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস একটি কথা সব সময় বলেন, তোমরা চাকরি খুঁজো না উদ্দ্যোক্তা হও।আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি, যা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।