সীতাকুণ্ডে ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ ঘোষনা।
সীতাকুণ্ড প্রতিনিধি
করোনা ভাইরাসের কারনে সকলের অর্থনৈতিক জীবনে প্রভাব পড়ায় সীতাকুণ্ডে সকল এনজিও’র ক্ষুদ্র ঋণ আদায় বন্ধ করেছেন ইউএনও মিল্টন রায়। করোনা ভাইরাস প্রভাব ফেলছে মানুষের রাজনৈতিক, সামাজিক , অর্থনৈতিক জিবনযাত্রার উপর ।লক ডাউন হচ্ছে দেশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো। করোনা ভাইরাস প্রতিরোধে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা । নিত্যপ্রয়োজনীয় দোকানবাদে বাকি সব দোকান বন্ধ এবং সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত সকল অফিস সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।জনসমাগম ছাড়াই হাঁটতে বলা হয়েছে সকলকে।এতে আর্থিক সংকটে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন।সব কিছু সাময়িক বন্ধ হওয়ায় তাদের দৈনন্দিন আয়ের যোগাড় হৃাস পেয়েছে। রিক্সা চালক , রাজমিস্ত্রি , কামার , কুমার সকল পেশার শ্রমিকেরা কিস্তি নিয়ে বিপাকে পড়েছেন । ২৩ মার্চ সোমবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত সকল এনজিও সমূহের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ করার নির্দেশ দিশয়ছেন ইউএনও মিল্টন রায় । এই বিষয়ে সীতাকুণ্ড বার্তা কে খেটে খাওয়া শ্রমিক রহিমুল্লাহ বলেন , সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে আমরা খুশি হয়েছি। কারন জনজীবন স্থবির হয়ে পড়েছে।অর্থ সংকটে পড়তে হচ্ছে আমাদের মত সাধারণ মানুষের। ঠিক এমন সময় কিস্তি আদায় করতে অফিসাররা বাড়িতে আসেন ।চরম মূহুর্তের সময় কিস্তি আদায় মানে গরীবের পেটে লাথি দেয়া।তাই তিনি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রয়ের জন্য দোয়া করেন।