পুলিশ সদস্যের হুমকির মুখে সীতাকুণ্ডে এক জেলে পরিবার

পুলিশ সদস্যের হুমকির মুখে সীতাকুণ্ডে এক জেলে পরিবার

সীতাকুণ্ড প্রতিনিধি

একটি জেলে পরিবারকে এক পুলিশ সদস্য পিটিয়ে আহত করেছে । তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সীতাকুণ্ড সৈয়দপুরে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে জেলে পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে আছেন ।

অভিযোগ সুত্রে জানা যায়, গত শনিবার ২১ মার্চ বিকালে সৈয়দপুর ইউনিয়নের জেলে পাড়া এলাকায় রান্না ঘরের চুলা নিয়ে নয়দরবাশী জলদাশ ও কালন দাসের সাথে ঝগড়ার
সুত্রপাত ঘটে। তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায় ৩য় পক্ষ পুলিশ সদস্য ও তার ভাই লাঠি নিয়ে ঐ জেলে পরিবারের উপরে অতর্কিত হামলা চালান। এসময় আহত হয় বৃদ্ধ আশক বালা (৪৫) এবং নন্দিতা দাশ। এসময় তারা ঘরের দরজা ও জানালা ভাংচুর করে। নয়দর বাঁশী জানান, পুলিশ সদস্য সাগর কুমার নাথ (নং৬১৯৯) এর সাথে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। ঘটনার দিন কনষ্টেবল সাগর এর সাথে আমাদের কোন কথা-বার্তা হয়নি, হুট করে আমাদের দু'পক্ষের বিষয় নিয়ে তারা অহেতুক হামলা চালিয়ে আমাদের আহত করে
এবং আসবাবপত্র ভেংগে ফেলে। হামলার পর পুলিশ সদস্য আমাদের অকথ্য ভাষায় গালি- গালাজ করে এবং জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ অবস্থায় আমি ও আমার পরিবার ভয়ে আতংকগ্রস্ত বলে জানান তিনি।
এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানায় লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত নয়দর বাঁশীর পরিবার। থানায় লিখিত অভিযোগ পত্রে পুলিশ কনেস্টেবল সাগর কুমার দাশ ও মৃদুল দাশ কালন দাশকে আসামী করা হয়েছে। ( চট্টগ্রামের একটি থানার মধ্যে কর্তব্যরত রয়েছে )।

উক্ত ঘটনায় সীতাকুন্ড মডেল থানার এস. আই আবুল বশর জানান; ঘটনা নিয়ে ২পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসিত হওয়ার কথা। তবে না হলে মামলা নেয়া হবে বলে জানান তিনি। এদিকে স্থানীয় মেম্বার আইয়ুব আলী জানিয়েছ থানা থেকে দায়িত্ব দেয়া হয়েছে দুই পক্ষকে মিমাংসা করে দেওয়ার কিন্তু পুলিশ সদস্য সাগর কোন যোগাযোগ না করে চাকুরীতে চলে যান


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *