মোঃ জয়নাল আবেদীন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মৎস্য দপ্তরের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৭ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৫৮.০১ হেক্টর জলাশয়ে ৪৪৪ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পোণা বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম রফিকুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা: তাহমিনা আরজু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আলমগীর বাদশা, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস ভুঁইয়া, সাধারণ সম্পাদক এমকে মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম।
এসময় মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী বলেন, সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক মৎস্য চাষীরা ২০২৪ সালের বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।আর এই ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৮ কোটি টাকা।এর আগে ক্ষতিগ্রস্তদের তালিকা মৎস্য অধিদপ্তরে প্রেরণ করা হয়েছিল।সেই সুবাদে মৎস্য অধিদপ্তরের ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ক্ষতিগ্রস্তদের সহায়তার অংশ হিসেবে আজ ৯৭ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৫৮.০১ হেক্টর জলাশয়ে ৪৪৪ কেজি রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।